বাংলাদেশে নারী শিক্ষা প্রসারে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই গার্লস কলেজ নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে অবদান রেখে চলেছে তা সত্যই প্রশংসনীয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় গুণগত মান সম্পন্ন শিক্ষার যেমন বিকল্প নেই তেমনি শিক্ষাই পারে একজন মানুষকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ।
বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালের প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ আইন পর্যন্ত বঙ্গবন্ধু শিক্ষাক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা যে কতটা ফলপ্রসূ হয়েছে তা বর্তমান বাংলাদেশের শিক্ষা উন্নয়নে পরিদৃষ্ট হয়। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে অবলম্বন করেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসোপানে উন্নীত হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ২১ শতক ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ তার ছাত্রীদের জীবনভিত্তিক শিক্ষা প্রদানে আন্তরিকভাবে কাজ করছে।
অধ্যাপক এ বি এম মসিউল হোসেন (৩৯১৬)
বিসিএস (সাধারণ শিক্ষা)
অধ্যক্ষ
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ